আপডেট: অক্টোবর ৩০, ২০১৯
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা সদর উপজেলা থেকে আটক করেছে র্যাব।
এ সময় জাকিরের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিসসংলগ্ন তার নানা শ্বশুরের বাড়ি থেকে আটক করে র্যাব। রাতেই তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদসহ জাকির হোসেনকে আটক করেছে র্যাব।
র্যাব বাদী হয়ে ভোলা থানায় মামলা করেছে। ওই মামলায় জাকিরকে ক্যাসিনোখ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।
জাকির হোসেন (৪৫), তার বাবার নাম আবদুল মান্নান, সাং- শান্তিনগর, ঢাকা, নাম-পরিচয়ের এক ব্যক্তিকে র্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছেন।
তবে এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।