আপডেট: অক্টোবর ৩০, ২০১৯
বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোনের ফলোয়ারের সংখ্যা এবার ছাড়াল চার কোটির ঘর, অর্থাৎ ৪০ মিলিয়ন।
সৌন্দর্যের গুণে বিশ্বজুড়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন দীপিকা। ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী ক্যারিয়ারজুড়ে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছেন। তাই
ফুরসত পেলেই ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেন না তিনি।
ইনস্টাগ্রামে চার কোটির মাইলফলক উদযাপন করতে ভাগ্যবান ভক্তদের ৪০টি ‘ধন্যবাদ’ নোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। একটি ভিডিও শেয়ার করে সেই বার্তা দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ছবিতে নোট লিখে খামে ভরছেন তিনি।
ভিডিওর শেষে দীপিকা লিখেছেন, ‘আপনাদের জন্যই এতদূর আসতে পেরেছি। চার কোটির ঘর স্পর্শ করতে সহায়তার জন্য ধন্যবাদ। ভালোবাসা রইল।’ ফলোয়ারের সংখ্যা ৪০ মিলিয়ন বলেই ৪০ ভক্তকে এগুলো দিচ্ছেন তিনি। তবে কারা এই নোট পাবেন তা জানা যায়নি।
সূত্র: বলিউড হাঙ্গামা