আপডেট: অক্টোবর ৩০, ২০১৯
আগামী বছরের ২৯ অক্টোবর পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অল রাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য সাবেক হওয়া এই খেলোয়াড়ের জন্য এটি অবশ্যই ভীষণ দুঃসংবাদ।
স্বাভাবিকভাবেই এই চ্যাম্পিয়ন ক্রিকেটারের নিষেধাজ্ঞার বিষয়টি অনেকটা ঝটকার মতো এসেছে তার পরিবারের সামনে। ক্রিকেট মাঠে যাকে দেখা যায় সবচেয়ে উৎফুল্ল, সেই সাকিবই যখন ক্রিকেট থেকে নিষিদ্ধ- তখন এর প্রভাব তার পরিবারের ওপর পড়াটাই স্বাভাবিক।
সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির এ বিষয়ে পরিচয় দিয়েছেন শক্ত মানসিকতার। জানিয়েছেন, জীবনে কঠিন সময় আসবেই, আর এগুলোকে শক্তভাবে মোকাবিলা করতে পারাটাই কিংবদন্তিদের উদাহরণ। এসব বিষয় লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন শিশির।
সব প্রতিকূতা অতিক্রম করে বাংলাদেশের ক্রিকেট মাথা উঁচু করে এগিয়ে যাক-সেটাই সবার চাওয়া।
দেখে নিন পরিবারের সঙ্গে কাটানো সাকিব আল হাসানের কিছু মুহূর্তের ছবি।
ছবি : ইন্সটাগ্রাম থেকে।