• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পা দিয়ে ভাইফোঁটা, প্রতিবন্ধকতা হার মানল ভালোবাসার কাছে

report71
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৯, ০৪:৩৬ পূর্বাহ্ণ
পা দিয়ে ভাইফোঁটা, প্রতিবন্ধকতা হার মানল ভালোবাসার কাছে

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’- এই পংক্তিটি বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় বলে আসছেন বছরের পর বছর ধরে। এসব কথা বলার সময় বোনের হাতের একটি আঙুল ধরা থাকে ভাইয়ের কপালে।

কিন্তু এবারের ভাইফোঁটায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে অন্যরকম এক দৃশ্য। যেখানে বোন তার ভাইকে ফোঁটা তো দিচ্ছেন, তবে হাত দিয়ে নয়; পায়ের আঙুল দিয়ে।

আসলে ওই নারী যে প্রতিবন্ধী। দাঁড়ানো বা বসার ক্ষমতা নেই। কাজ করে না হাত দুটিও। সব সময়ের অবলম্বন একটি হুইল চেয়ার। সেখানে বসে থাকতে হয় তাকে।

প্রতিবন্ধকতা থাকলে কি শখ পূরণ করা যায় না? ভাইকে ফোঁটা দেওয়া থেমে যাবে? ছবি বলছে, কেন যাবে না? অবশ্যই যাবে। হাত অসাড় হয়েছে তাতে কি, পা তো এখনো কাজ করে।

সেই পায়ের আঙুল দিয়ে ভাইয়ের কপালে পড়ল ফোঁটা। বাড়ির বাকিরা তখন শাঁখ, উলু ধ্বনি দিতে ব্যস্ত। বিশেষভাবে সক্ষম বোনের মুখে যেন পৃথিবীর সবচেয়ে দামি হাসি, ভাইয়ের মঙ্গল কামনার সুখ।

ছবিটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ভাইবোনের এই ভালোবাসাকে অভিবাদন জানিয়েছেন। সকলেই মঙ্গল কামনা করেছেন তাদের। যদিও ছবির সেই ভাইবোনের নাম বা পরিচয় এখনো জানা যায়নি।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।