আপডেট: অক্টোবর ৩০, ২০১৯
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আর এর কিছুক্ষণ আগেই সনামধন্য সিনেমা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ‘বাংলাদেশে তোমার সঙ্গেই আছে সাকিব আল হাসান!’
ফারুকী লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নাম যেহেতু ‘বাংলাদেশ’ শব্দ দিয়ে শুরু হয়েছে সেহেতু একে তোমার সঙ্গেই থাকতে হবে! জাতীয় স্বার্থের বেলায় আমাদের উচিত না ব্যক্তিগত বিরোধকে বড় করে দেখা। মনে রাখবেন সে কোনো অপরাধ করেনি। সে বরং কোনো অপরাধ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে সে বিষয়টি না জানিয়ে দায়িত্বে গাফিলতি করেছে! এর জন্য তাকে বড় কোনো শাস্তি দেওয়া উচিত হবে না।
আমরা আবারো বলছি, বাংলাদেশ তোমার সঙ্গেই আছে।’
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে, দোষ স্বীকার করার কারণে, তার ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। ফলে তিনি এক বছর পরই আবার খেলতে পারবেন। তবে এর মধ্যে নতুন করে কোনো আইন ভাঙতে পারবেন না। তাহলেই শুধু তার একবছরের সাজা বাতিল হবে।
আইসিসি, জানিয়েছে আগামী ২৯ অক্টোবর ২০২০ থেকেই সাকিব আন্তার্জাতিক ক্রিকেটে পুনরায় খেলা শুরু করতে পারবেন। আইসিসি তার বিরুদ্ধে যে তিনটি অভিযোগ এনেছিলো সেগুলো স্বীকার করে নেওয়ায় সাকিবের বিরুদ্ধে জারি করা দুই বছরের নিষেধাজ্ঞার একবছর স্থগিত করা হয়েছে। তবে তিনি যদি এই এক বছরে আর কোনো আইন না ভাঙেন তাহলেই শুধু তিনি এক বছর পরই খেলতে পারবেন।
২৯ অক্টোবর ২০১৯ (মঙ্গলবার) আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।