২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

সালমান খানের বিছানায় আইটেম গার্ল শেফালি

আপডেট: অক্টোবর ৩০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সালমান খানের উপস্থাপনায় বেশ জমে উঠেছে বিগবস ১৩। এক ঝাঁক তারকা পারফর্ম করছেন অনুষ্ঠানটি। এরই মধ্যে বিগবিস নিয়ে নানা তর্ক-বিতর্কও শুরু হয়েছে। এবারের বিগবসে হাজির হয়েছেন আলোচিত অভিনেত্রী শেফালি জরিওয়ালা।

বিগবসের পর্দায় শেফালি এন্ট্রি নিতেই শুরু হয় নতুন গুঞ্জন। সালমান খানের সঙ্গে একটি সিনেমায়ও দেখা গিয়েছিল এই আইটেম গার্লকে। ‘কাটা লাগা’ গানের রিমিক্স ভিডিও থেকেই সবার নজরে পড়েছিলেন আইটেম গার্ল শেফালি জরিওয়ালা ৷

নিউজের শিরোনাম দেখে হয়তো চমকেছেন অনেকেই। আসল ঘটনাটি হলো এই শেফালিকে দেখা গিয়েছিল সালমানের ‘মুঝসে দোস্তি করোগি’ সিনেমার একটি ছোট দৃশ্যে। যেখানে দেখা গিয়েছিল অল্প পোশাকে বিছানায় সালমানের পাশে শুয়ে আছেন শেফালি।

সেই দৃশ্যে শেফালির পাশে খালি গায়ে শুয়েছিলেন সালমান খান ৷ বিগবসে শেফালি এন্ট্রি নেওয়ার পরই সোশ্যাল ভিডিওতে ফের ভাইরাল হয়েছে শেফালির সেই ভিডিও।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network