শামীম আহমেদ\
বরিশালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) গৌরবোজ্জল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ই) অক্টোবর নগরের অশ্বিনী কুমার টাইন হল চত্বরে বরিশাল জেলা ও মহানগর কমিটি একর্মসূচি পালন করেন।
মহানগর সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির মুকুলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড. আঃ হাই মাহাবুব, মোসলেম উদ্দিন সিকদার, এনায়েত হোসেন খান সানা,আঃ মন্নান হাওলাদার,আশ্রাফুল হক মুন্না ও উজ্জল কুমার প্রমুখ।
পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।