নিজস্ব প্রতিবেদক \ বরিশাল তথা দÿিণাঞ্চলে প্রথমবারের মত চালু হচ্ছে ইনফার্টিলিটি (সন্তানহীনতা) সার্ভিস। প্রথম অবস্থায় আই.ইউ.আই. অর্থাৎ ইনট্রা ইউটেরাইন ইনসেমিনেশন চালু করা হয়েছে। পরবর্তিতে আই.ভি.এফ. তথা ইন ভিট্র ফার্টিলাইজেশন (টেস্ট টিউব বেবি) চালু করা হবে। বৃহস্পতিবার সকালে নগরীর মমতা স্পেশালাইজড্ হসপিটাল ইনফার্টিলিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। ল্যাব এইড হাসপাতালের অবস্ এন্ড গাইনী চিফ কনসালটেন্ট অধ্যাপক মেজর (অব:) ডা: লায়লা আর্জুমান্দ বানু এই ইনফার্টিলিটি সেন্টারের উদ্বোধন করেন। উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়ুবুর রহমান, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা: হাওয়া আক্তার জাহান, অধ্যাপক ডা: শিখা সাহা, ডা: খুরশিদ জাহান, ডা: নাহিদ আক্তার সুপা, ডা: রেহানা ফেরদৌস, ডা: তানিয়া আফরোজ, ডা: মিদুলা কর, ডা: ফারহানা সুমি প্রমুখ।
জানা গেছে, বহু দম্পতি দীর্ঘদিন এই সমস্যায় ভুগলেও নিছক লজ্জার খাতিরে তারা চিকিৎসা করাতে দেরি করেন। যার দরুন সহজ চিকিৎসার পরিবর্তে তাদের জটিল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়। তবে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন ইনফার্টিলিটির সমস্যাকে কাটিয়ে উঠে অনেকেই সন্তানসুখ লাভ করছেন। মুলত, বিয়ের পর কোনও দম্পতি যদি কোনও প্রকার নিরোধক ছাড়াই দীর্ঘ ১ বছর ব্যাপী চেষ্টা করেও সন্তান ধারণে অক্ষম হন, তাকে ডাক্তারী পরিভাষায় ইনফার্টিলিটি বা সন্তানহীনতা বলা হয়। সন্তানহীনতার ক্ষেত্রে মহিলা ও পুরুষ উভয়ই সমান দায়ী থাকেন। তবে কিছু ক্ষেত্রে দুজনের কোনও প্রকার সমস্যা না থাকলেও অজানা কারণে সন্তান আসে না, যা আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি নামে পরিচিত। ##