• ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভুয়া মুসলমান’ বলে ট্রলের শিকার শাহরুখ, শাবানা আজমির জবাব

report71
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ণ
‘ভুয়া মুসলমান’ বলে ট্রলের শিকার শাহরুখ, শাবানা আজমির জবাব

আগুন থেকে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের বহুদিনের ম্যানেজারকে বাঁচিয়ে প্রশংসায় যখন ভাসছেন বলি বাদশাহ শাহরুখ খান, একই সময় ধর্ম বিষয়ে তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

রোববার হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি। আর এই দীপাবলিতে আতশবাজি ফোটানোর কারণে রোববার একদিনে শুধু দিল্লিতে তিন শতাধিক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এদিন রাতে ভয়াবহ আগুন লাগে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাড়ির দীপাবলি উৎসবেও। সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া থেকে এক নারীকে রক্ষা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

এ ঘটনায় শাহরুখকে শুধু রিলে নয়, রিয়াল হিরো বলে সম্বোধন করছেন ভক্ত-অনুরাগীরা।

এদিকে অন্য এক ঘটনায় তুমুল সমালোচনা বা কটাক্ষ করা হচ্ছে তাকে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই কিং খানকে ‘ভুয়া মুসলমান’ বলে বিষবাক্য ছুড়ছেন।

রোববার সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি উপলক্ষে ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন শাহরুখ।

ছবিতে শাখরুখসহ তার পরিবারের সবার কপালে তিলক লাগানো ছিল। আর এই ছবি পোস্ট করেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই বলি বাদশাহ।

ছবিটির নিচে কমেন্টে অনেকে শাহরুখকে ‘ভুয়া মুসলমান’ লিখে ট্রল করেছেন।

তবে এমন মন্তব্যে একেবারেই চুপ রয়েছেন তিনি।

তবে শাহরুখের হয়ে মুখ খোলেন বলিউডে একসময়ের জনপ্রিয় নায়িকা শাবানা আজমি।

এ বিষয়ে তিনি টুইট করেছেন, ‘তিলক পরায় শাহরুখকে অনেকে ভুয়া মুসলিম বলছেন, এতে আমি অবাক হয়েছি। ইসলাম ধর্ম এত সংকীর্ণ নয় যে ভারতের একটা রীতি পালনের কারণে তোপের মুখে পড়তে হবে। যারা এসব করছেন, তারা হয়তো না বুঝেই করছেন।’

শাহরুখের হয়ে সেসব ট্রলকারীকে শাবানা আজমি যাই ব্যাখা দিক না কেন, বিষয়টি আমলেই নেননি শাহরুখ খান।

কেননা এর আগেও এমন পরিস্থিতিতে তিনি অনেকবার পড়েছেন। হিন্দু রীতি পালন করে ট্রলের শিকার হয়েছেন। চলতি বছরেই গণেশ চতুর্থীতে গণেশের পূজা করতে দেখা যায় শাহরুখকে। এই ছবির জন্যও বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।