• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

report71
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯, ১৩:৫১ অপরাহ্ণ
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

সাভারের ভার্কুতায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ভার্কুতার মুগদাকান্দা এলাকা থেকে রফিকুল ইসলাম নামে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ধর্ষণের শিকার গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেছেন গৃহবধূ। গ্রেফতার রফিকুল ইসলাম সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুগদাকান্দা গ্রামের বাসিন্দা।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, বৃহস্পতিবার সকালে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে প্রতিবেশী রফিকুল। ওই গৃহবধূ মামলা করলে অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করা হয়।