২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

যে কারণে অজয়কে বিয়ে করেছিলেন কাজল

আপডেট: নভেম্বর ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বলিউডের অন্যতম সুখী দম্পতি হচ্ছে অজয় দেবগান ও কাজল। ২০ বছর হলো তাদের বিয়ে হয়েছে। দীর্ঘ সংসার জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে একে অপরের পাশেই রয়েছেন।

কাজলের জন্ম মুম্বাইয়ে। পরিবারের প্রায় সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আর অজয় দেবগান অমৃতসরের ছেলে। পাঞ্জাবি পরিবারে জন্ম। তবে এই সুখী দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। জানেন কি তাদের এই সুখী দাম্পত্যের রহস্য?

১৯৯৯ সালে দুজনে বিয়ে করেন। কাজল বা অজয় দুজনই চেয়েছিলেন ব্যক্তিগত পরিসরে বিয়েটি সারতে।

বাড়ির ছাদে মাত্র ৩০ মিনিটে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে বিয়ের পর দুমাস ইউরোপে হানিমুনে যান তারা।

বিয়ের সময় অজয়ের চেয়ে ক্যারিয়ারের একেবারে শীর্ষে ছিলেন কাজল। একের পর এক হিট ছবি বুপহার দেন এই তারকা।

তবে সে সময়ে বিয়েটা ইন্ডাস্ট্রির কেউ-ই মানতে পারেননি। অনেকেই মনে করেছিলেন, সাফল্যের শীর্ষে থাকার সময়ে কাজলের বিয়েটা করা ঠিক হয়নি। তাদের সম্পর্কও বেশি দিন স্থায়ী হবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ২০ বছর পূর্ণ করল তাদের দাম্পত্য। তাদের দুই সন্তানও রয়েছে।

সম্প্রতি তাদের সুখী দাম্পত্যের রহস্য কথা জানতে চাইলে এক সাক্ষাৎকারে কাজল জানান, আড্ডা আর হাসি নিয়েই তার সারাদিন কেটে যায়। আর অজয় দেবগান সম্পূর্ণ উল্টো। তিনি স্বল্পভাষী মানুষ।

কাজল মনে করেন, এই বিপরীত ব্যক্তিত্বই তাদের সুখী দাম্পত্যের চাবিকাঠি। কারণ অজয় দেবগান কথা কম বলেন এবং শোনেন বেশি।

সূত্র: আনন্দবাজার

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network