আপডেট: নভেম্বর ২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক ॥ “বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নগরীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বরিশাল সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে নগরের অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক মোঃ নুরুজ্জামান, দি ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এনায়েত হোসেন চৌধুরী। আলোচনা সভায় সমবায়দের মধ্যে আরো বক্তব্য রাখেন এ্যাড, হিরন কুমার দাস মিঠু, গোলাম কাদের তনু, নাজমুল হক প্রমুখ। প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার এসময় বলেন, সমবায় সমিতি যেন সব সময় দূর্নীতি, বেআইনি-অনিয়ম কার্যকলাপ থেকে দুরে থাকে কোন ভাবে অন্যায়কে এড়িয়ে চলে। সমবায় সমিতি আগামীতে সমাজসেবা ও সামাজিকভাবে আরো দ্রুত প্রতিষ্ঠা করার মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ-নিবন্ধক (প্রশাসন) ও বরিশাল জেলা সমবায় অফিসার মিজানুর রহমান। এর পূর্বে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল আলোচনা সভাস্থলে এসে শেষ করেন।