নিজস্ব প্রতিবেদক ॥ সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে নারী গৃহ শ্রমিককে নির্যাতন ও হত্যা বন্ধের প্রয়োজনীয়তার উদ্যোগ নেয়া সহ প্রবাসে কর্মরত সকল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে নগরীতে মানববন্ধন হয়েছে।
শনিবার করেছে নগরীতে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে গণসংহতি আন্দোলন জেলা শাখা কমিটি।
বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল ছত্রি ফেডারেশন জেলা শাখার আহবায়ক নবীন আহমেদ, সদস্য রাইদুল ইসলাম সাকিব, সাকিবুল ইসলাম শাফিন, আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন ও নাসরিন সুলতানা।
এসময় বক্তরা বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশের মা-বোন-নারীদের আর বিদেশে পাঠিয়ে যৌন হয়রানী-নির্যাতন-নিপিড়ন ও হত্যার শিকার হতে না হয় সে জন্যই নারীদের জন্য এদেশে কর্ম সংস্থানের ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি জোড় দাবী জানান।