৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি সাবেক কমিশনার সহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সড়ক সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের স্মারকলিপি অতিভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে হৃদরোগ ঝুঁকি কমাতে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ইউনিয়ন আ’লীগ সভাপতি গ্রেফতার রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

দল থেকে আগাছা দুর করতে হবে-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউর করিম

আপডেট: নভেম্বর ৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

স্বরুপকাঠি প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পদক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, দল থেকে আগাছা দুর করতে হবে,দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, দলের প্রতি আন্তরিকতা থাকতে হবে এবং সভানেতৃ শেখ হাসিনার নির্দেশণা মানতে হবে। দলীয় প্রধানের নির্দেশের বাইরে কেই নয়। আওয়ামী লীগের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটেনি যা এবার ঘটছে, কয়েক শত নেতা-কর্মীকে শোকজ করা হয়েছে এরা অনেকেই আওয়ামীলীগের মনোনয়নের বিরুদ্ধ নির্বাচন করেছেন আবার কেহ প্ররোচনা করেছেন। তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা মানবে না, দলকে ডুবাবেন না এর নিশ্চয়তা কি? তাই আগাছা দুর করতে হবে। আওয়ামীলীগ করতে হলে শতভাগ আওয়ামীলী হতে হবে। দুরদিনের পরীÿায় উর্ত্তিণ আওয়ামীলীগের হতে হবে। অচিরেই প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিকে সু-সংগঠিত করতে হবে।

মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি গতকাল শনিবার তার নির্বাচনী এলাকা পিরোজপুর-১ আসনের স্বরুপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্দ্যেগে নেতা-কর্মীদের এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপত্বিতে এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসে, পিরোজপু আতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পিরোজপুর সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুলøাহ আল মামুন বাবু পিরোজপুর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো¯Íফা কামাল সহ জেলা, উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীরা। এর আগে মন্ত্রী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্দ্যেগে এক বর্ণঢ্য র‌্যালী যোগদেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network