• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পরাণ ও ইত্তেফাক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম

report71
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯, ১৭:১৫ অপরাহ্ণ
পরাণ ও ইত্তেফাক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি ব্যবসাসফল না হলেও আলোচনায় ছিলেন মিম। এ ছবি মুক্তির পরপরই আরও দুটি ছবির খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন এ নায়িকা। নাম ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’। গল্পনির্ভর এ ছবি দুটির পরিচালকও একজন, রায়হান রাফি। ‘পরাণ’ ছবির শুটিং এরই মধ্যে শেষ করেছেন মিম। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ। এতে মফস্বলের সহজ-সরল এক তরুণীর চরিত্রে দর্শক দেখতে পাবেন মিমকে। ইতিমধ্যে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়ছে। পোস্টার দেখে অনেকেই ছবিটি ভালো হবে বলেই মন্তব্য করেছেন। অন্যদিকে ‘ইত্তেফাক’ ছবিতে মিমের নায়ক সিয়াম। এ ছবির প্রথম অংশের শুটিং সিলেটে হবে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বছরের শেষটা নিজের জন্য সৌভাগ্যের বলেই জানান মিম। বললেন, দুটি প্রজেক্টই দারুণ কাজ হয়েছে। আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাবে ছবি দুটি। আশা করি, দর্শক দারুণ কিছু পাবেন।’ ছবি ছাড়া ইদানীং ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে এ নায়িকাকে। নতুন একটি ওয়েব সিরিজের শুটিংও শুরু করেছেন। নাম ঠিক না হওয়া ওয়েব সিরিজটিতে তার বিপরীতে আছেন তাহসান খান। এটি নির্মাণ করছেন মিরাজ।