আপডেট: নভেম্বর ৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক
৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবসে আওয়ামী পরিবারসহ সারা দেশবাসী যেখানে শোকাহত ছিল। সেখানে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) অধ্যক্ষের উপস্থিতিতে ডিজে পার্টি অনুষ্ঠিত হয়েছে। যদিও সেখানে ল্যাবরেটরী বিভাগের র্যাগ ডে পালন উপলÿে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে শোকের দিনে ডিজে পার্টি করায় ইনস্টিটিউটে আলোচনা ও সমালোচনা ছিল গতকাল সোমবার।
জানা গেছে, ল্যাবরেটরী বিভাগের বার্ষিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ওই বিভাগের শিÿার্থীরা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম। ল্যাবরেটরী বিভাগের কোর্স কো অডিনেটর আ: সাত্তার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ডিজে পার্টি করা হয়।
শিÿার্থী ও অন্যান্য শিÿকরা বলেন, যে সময়টাতে পুরো বাঙালী জাতি হারিয়েছিল দেশের জাতীয় চার নেতাকে, সেই সময় একটি সরকারী একটি প্রতিষ্ঠানে এমন বির্তকিত কর্মকান্ডের জন্ম দিলেন কলেজ কর্তৃপক্ষ। ল্যাবরেটরি অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠান হলেও এর মূল দায়িত্ব ছিল কলেজ ছাত্রলীগের একটি প্রভাবশালী অংশ। যারা ছাত্রলীগের কমিটি করতে না পেরে পদ এবং চাঁদাবাজির জন্য এমন আয়োজন করে। এই অনুষ্ঠানের জন্য সাধারণ শিÿার্থীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা তুলে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।
এ বিষয়ে ইনস্টিটিউট অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম জানান, ‘ল্যাবরেটরি অনুষদের শিক্ষার্থীদের নিজস্ব অনুষ্ঠান ছিল এটি। আমি পুরো অনুষ্ঠানে ছিলাম না। বরিশাল সিটি মেয়র বরিশাল মেডিকেল পরির্দশনে আসলে সেখানে আমাকে যেতে হয়। পরে ডিজে পার্টি হয়েছে কিনা আমার জানা নেই। এ ছাড়া শোকের দিনে এমন অনুষ্ঠান করাও ঠিক হয়নি বলে তিনি জানান।’ ##