বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টিকে আরো গতিশীল ও তরান্বিত করার লÿে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বন্দর শাখা কমিটির গঠন প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বন্দর কমিটি গঠনের লÿে উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দর জাতীয় পার্টির বন্দর শাখা কমিটি গঠন করা হয়েছে । গত শনিবার বাবুগঞ্জ বন্দর শাখা কমিটি গঠনের লÿে বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র অনুমতি ক্রমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মুকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদাক ওমম ফারুক বাবুল আকনের সঞ্চালনায় বাবুগঞ্জ বন্দরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সর্ব সম্মতিক্রমে বাবুগঞ্জ বন্দরে ব্যবসায়ী মোঃ নান্নু মিয়াকে সভাপতি, মোঃ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বন্দর শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক মানিক, সহ-সভাপতি মোঃ আবুল কালাম মন্টু মোঃ আবুল কালাম, মোঃ মিজানুর রহমান,যুগ্ন-সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান,মোঃ আবুল বাশারকে দপ্তর সম্পাদক,মোঃ আবু হানিফকে সহ-সাংগঠনিক সম্পাদক,মোঃ ফজলুল হককে প্রচার সম্পাদক,মোঃ শামসুল আলমকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মোঃ জাহাঙ্গীর খানকে যুগ্ন অর্থ বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাবুগঞ্জ বন্দর শাখা কমিটি গঠন করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির বাবুগঞ্জ বন্দর শাখা কমিটির অনুমোদন দেওয়ায় নব-নির্বাচিত কমিটির পÿ থেকে বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুকে অভিনন্দন জানিয়েছেন। নব নির্বাচতি কমিটির নেত্রীবৃন্দ বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র সহযোগিতায় বাবুগঞ্জ বাজার উন্নয়নের কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।