২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

আপডেট: নভেম্বর ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিজা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বরিশালে ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

বুধবার সকাল ৯টায় ওই নারীর মৃত্যু হয়। মৃত মনিজা পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী গ্রামের মো: কামালের স্ত্রী। গত ২ নভেম্বর (শনিবার) দুপুর ২টা ৫৫মিনিটে বরিশাল মেডিক্যালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এদিকে শেবাচিম হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় মাত্র চারজন ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। চিকিৎসাধীন আছেন ১৪ জন।

শেবাচিম হাসপাতালে গত ১৬ জুলাই থেকে এই পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ২ হাজার ৯২১ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৯০৭ জন।##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network