সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় এই স্লোগান নিয়ে আজ ৬ নভেম্বর বুধবার সকাল ১০ টার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর আয়োজনে। বরিশাল সদর ফায়ার স্টেশন প্রাঙ্গণে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), উপ পরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মোঃ নজরুল ইসলাম খান, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আব্দুল হামিদ, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর কবির, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ এম জি কবির বুলুসহ সুধীজন ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারী ফায়ার ফাইটার রোভার স্কাউট বিএনসিসিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে তারা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে একটি মহড়া প্রদর্শন করা হয়।