আপডেট: নভেম্বর ৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদক
পুনর্গঠন নিয়ে নানা অভিযোগ ওঠা দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সতর্ক করা হবে। তাতেও কাজ না হলে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া অথবা দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
জানা গেছে, নানা অভিযোগের সত্যতা পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া থেকে তাকে ও তার টিমকে প্রত্যাহার করা হয়েছে।
সম্প্রতি বিলকিস জাহান শিরীনকে দেয়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি সতর্কীকরণ চিঠিতে উল্লেখ করা হয়, আপনাদের মধ্যে (সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক) কলহের কারণে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আপনাকে সতর্ক করা হয়েছে।