২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

মালাইকা মুখ খুললেন মা হওয়া নিয়ে

আপডেট: নভেম্বর ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ফটো ও ভিডিও নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন অভিনেত্রী মালাইকা অরোরা। তার ফটো ও ভিডিও এতটাই জনপ্রিয় যে, শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

সিনেমা জগৎ থেকে দূরে থাকলেও নিজের আলাদা একটি পরিচয় গড়ে তোলার বিষয়ে তার জুড়িমেলা ভার। সম্প্রতি মালাইকা তার জীবনের একটি গোপন সত্যি কথা প্রকাশ করেছেন। নেহা ধুপিয়ার শো নো ফিল্টারে তিনি জানিয়েছেন, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখনও তিনি কাজ করা বন্ধ করেননি। এ ছাড়া মা হওয়ার ৪০ দিন বাদেই তিনি ফিরেন নিজের কাজের জগতে।

তিনি বলেন, আমি আমার বাচ্চার কথা ভেবে ৪০ দিন ছুটি নিয়েছিলাম। ঠিক ৪০ দিন পরেই আমি ফিরে যাই শুটিংয়ের জগতে।’ এ ছাড়া ক্যারিয়ারের শুরুতে তাকে ডার্ক স্ক্রিন বিভাগের অন্তর্ভুক্ত করা হতো। আর সেই সময় এ বিষয়টি নিয়ে চলত যথেষ্ট পক্ষপাতিত্ব। লোকেরা কালো ও সাদা চামড়া মধ্যে বিভেদ করত।

প্রসঙ্গত ভিডিও জকি হিসেবে কাজ শুরু করেছিলেন মালাইকা অরোরা। এর পর বেশ কিছু ডান্স ভিডিও এবং সিনেমাতে দেখা যায় তাকে।

সূত্র: এনডিটিভি

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network