আপডেট: নভেম্বর ৬, ২০১৯
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আতঙ্কের নাম। এর যেমন সুফল রয়েছে তেমনি কুফলও রয়েছে। তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী মিথিলার কিছু ব্যক্তিগত ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ নিয়ে নেটিজেনদের আক্রমণাত্মক বক্তব্যে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক তারকা। বিশেষ করে বিনোদন দুনিয়ায় তারকারা হামেশাই কটূক্তির শিকার হন। আর এসব থেকে পরিত্রাণ চাইছেন তারা।
সম্প্রতি জনপ্রিয় টেলি-উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিরাপদ ও সুস্থ সামাজিক যোগাযোগমাধ্যম চেয়েছেন। ক্ষোভ প্রকাশ করে নাবিলা লিখেছেন, বাংলাদেশে ফেসবুক পেইড করে ফেলা উচিত। ন্যূনতম ১০০০ টাকা দিতে হলে অনেকেই ঝরে যাবে এখান থেকে… আমাদের দরকার নেই ফ্রি ফলোয়ারদের… আমাদের দরকার নিরাপদ ও সুস্থ সোশ্যাল মিডিয়া…।’
গত সোমবার রাতে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ব্যক্তিগত ছবি সোশ্যালে ছড়িয়ে দেওয়ার অধিকার কারো নেই।