‘আন্টি’ ডাক শুনে মেজাজ হারিয়ে ফেলে চার বছরের এক শিশুকে গালিগালাজ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
জানা গেছে, বিজ্ঞাপনের শুটিংয়ের সময়ই স্বরাকে আন্টি বলে ডাকায় ওই শিশু শিল্পীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন স্বরা ভাস্কর।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরই পাল্টা আক্রমণের শিকার হচ্ছেন বলিউডের এই নায়িকা।
সম্প্রতি ‘প্রেম রতন ধন পায়ে’ অভিনেত্রীর একটি ভিডিও প্রকাশ্যে আসে। দৃশ্যটি একটি কমেডি শো-এর।
সেখানে তিনি বেশ রসিয়ে বলতে শুরু করেন, কোনো একটি দক্ষিণী বিজ্ঞাপনের শুটিং করছিলেন। সেখানে চার বছরের এক শিশু তাকে আন্টি বলে ডাকে। যা শুনে ক্ষেপে যান স্বরা।
বছর চারেকের ওই শিশুকে এরপর অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ‘ভিরে দি ওয়েডিং’ অভিনেত্রী। শুধু তাই নয়, ‘শয়তানের বংশধর’ বলেও উল্লেখ করেন।
বলিউড অভিনেত্রীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই সরব হন অনেকে। বছর চারেকের এক শিশুকে কীভাবে অশালীন ভাষায় গালাগালি দেওয়া হলো- তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
পাশাপাশি স্বরা ভাস্করকে এখন থেকে গোটা ভারতে আন্টি ডাকা হবে বলেও মন্তব্য করেন অনেকে।