• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯, ০৩:০৭ পূর্বাহ্ণ
কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য পদ থেকে নগরীর ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহানগর আওয়ামী লীগের সদস্য পদ থেকে তৌহিদুল ইসলাম বাদশাকে অব্যাহতি দেয়া হয়। এর আগে মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।