সন্তান জন্মের ১১ দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন ডেঙ্গু আক্রান্ত নারী পুলিশ সদস্য রুনু বিশ্বাস (২৮)।
বুধবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মৃতের পরিবারের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা রুনুকে গত ২৫ অক্টোবর ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানেই পরদিন ২৬ অক্টোবর এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তার আগে থেকেই জ্বরে ভুগছিলেন রুনু।
অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেয়ার দু’দিনের মাথায় তার অবস্থার অবনতি হতে থাকে।
রক্তের প্লেটিলেট ৬৫ হাজারে নেমে যায়। এর পরে ২৯ অক্টোবর রুনুকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়। তবে সদ্যোজাত সুস্থ রয়েছে বলেই রুনুর পরিবার জানিয়েছে।
পেশায় কলকাতা পুলিশের কনস্টেবল রুনু আমহার্স্ট স্ট্রিট মহিলা থানায় কর্মরত ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ায় দুর্গাপুজোর সময় থেকেই ছুটিতে ছিলেন তিনি।