• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হচ্ছে বরিশালের সড়ক সংস্কার কাজ

report71
প্রকাশিত নভেম্বর ৮, ২০১৯, ০৫:১৬ পূর্বাহ্ণ
আজ থেকে শুরু হচ্ছে বরিশালের সড়ক সংস্কার কাজ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানিয়েছেন, আজকালের মধ্যে নগরীর বাংলা বাজার মোড় থেকে বগুড়া রোডের অপসোনিনের মোড় পর্যন্ত সড়কের নির্মান কাজ শুরু হবে। তিনি বলেন, আমি পরিকল্পনা মাফিক টেকসই উন্নয়ন করতে চাই। আমি মনে করি পরিকল্পনা না থাকলে উন্নয়নের নামে লিপিস্টিক মার্কা উন্নয়ন হবে।

মেয়র বৃহস্পতিবার নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন। মেয়র মনে করেন বারবার একটি সড়কের কাজ করতে গেলে বারবারই দূর্ণীতি হয়। একারনে তিনি ৫ বছরের গ্যারান্টি দিয়ে নগরীর সড়কগুলোর সংস্কার করতে চান। মেয়র সকলকে আরো একটু ধৈয্য ধরার আহবান জানিয়ে বলেন, নগরীর বাংলা বাজার মোড় থেকে বগুড়া রোডের অপসোনিনের মোড় পর্যন্ত সড়কের নির্মান কাজ শেষ হয়ে গেলে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য সড়ক বিশেষ করে গুরুত্বপূর্ন ক্ষতিগ্রস্ত সড়ক গুলোর কাজে হাত দেয়া হবে।