• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ববি ভিসি’র আবাসিক হল ও ক্যাফেটোরিয়া পরিদর্শন

report71
প্রকাশিত নভেম্বর ৮, ২০১৯, ০৬:১৫ পূর্বাহ্ণ
ববি ভিসি’র আবাসিক হল ও ক্যাফেটোরিয়া পরিদর্শন

ববি প্রতিবেদক \ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) তিনটি আবাসিক হলসহ কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ার পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার ববি’র বঙ্গবন্ধু, শেরে বাংলাও শেখ হাসিনা হল পরিদর্শন করেন।

এ সময় উপাচার্য হলের শিক্ষার্থীদের খোঁজখবর নেন। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা উপাচার্য কাছে তুলে ধরেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনকালে উপাচার্য হলের রিডিং রুম, কমন রুম, মসজিদ, ডাইনিং এর কার্যক্রম পরিদর্শন করেন।
হল পরিদর্শণ শেষে ক্যাফেটোরিয়ার পরিদর্শন করেছেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, হল পরিদর্শন করা হয়েছে।

এ সকল বিষয়ে সংশিøষ্টদের সাথে সভা করে সুযোগ সুবিধা বাড়ানো সিদ্বান্ত নেয়া হবে। ভিসি বলেন, প্রথমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার পর অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হবে।