২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

রুপাতলীর একটি খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট: নভেম্বর ৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর রুপাতলী এলাকায় একটি খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃদ্ধের নাম শাজাহান মৃধা (৭০)।

তিনি বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের মৃধাবাড়ির মৃত খালেক মৃধার ছেলে।

আজ শুকবার সকাল ১০ টায় ওই এলাকার সোনাগাঁও টেক্সটাইল মিলের সামনের খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম জানান, শাজাহান মৃধা কিছু করতেন না। তিনি গতকাল বৃহস্পতিবার এই এলাকায় একটি বাড়ীতে বেড়াতে এসেছিলোন। সেই বাড়ী থেকে রাতে বের হওয়ার থেকে তিনি নিখোজ থাকেন। অতঃপর আজ সকালে এখানে তার লাশ পাওয়া যায়।

ওসি মৃত্যু শাজাহান মৃধার পরিবারের বরাদ দিয়ে জানান, বৃদ্ধ শাহাজাহানের পায়ে সমস্যা ছিলো। হয়তো কোন কারনে শাজাহান মৃধা এই স্থানের কাছে যান ও পরে গেলে আর উঠতে পারেননি। তবে বিষয়টি আরো খতিয়ে দেখাতে তার লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network