আপডেট: নভেম্বর ৯, ২০১৯
বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে হালিশহর মার্টে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী বস্ত্র মেলা ও পিঠা উৎসব। উক্ত বস্ত্র মেলা ও পিঠা উৎসব ৭/১০/২০১৯ইং রোজ বৃহস্পতিবার সকালে শুভ উদ্বোধন করেন ডিবি ডিসি (বন্দর) জনাব এস.এম মোস্তাইন হোসেইন ।
এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর মার্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ খসরুল আলম আকন এবং পরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান আকন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ। উক্ত মেলায় রয়েছে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের পিঠার সমাহার।
এছাড়াও রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও অন্যান্য আকর্ষনীয় পোশাক সামগ্রী। মেলা উপলক্ষে হালিশহর মার্ট সাজানো হয়েছে নতুন সাজে। বিপুল লোক সমাগমও উদ্দিপনা নিয়ে উৎসবের আনন্দ বিরাজ করছে।