কাজী উ.জি সোলেইমান – সভাপতি, নূরুজ্জামান খাঁন – সাধারণ সম্পাদক এবং শেখ ছিদ্দিক ( পলাশ ) কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ” বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ ” – এর যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ – এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি – আবু শাকের তানিন খাঁন ও সাধারণ সম্পাদক – পরিমল চন্দ্র সরকার এই কমিটি অনুমোদন করেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের দপ্তর সম্পাদক জাবেদ আহম্মেদ সিদ্দিকি সংবাদ মাধ্যম’কে বিষয়টি নিশ্চিত করে এবং মনোনীত কমিটির সদস্যদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্ণীতি-মাদক-ক্ষূধা-দারিদ্রমুক্ত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সততা-নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করে যেতে আহবান জানান।