অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার মা হতে চলেছেন।
রোববার দুপুরে নিজের ফেসবুকে ওয়ালে এক পোস্টে এ খবর জানান ওলিজা।
ফেসবুকে ওলিজা তার গর্ভবতী অবস্থার তিনটি ছবি পোস্ট করেছেন। ছবিতে স্বামী অর্পণের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। ছবিতে এ যুগল হাস্যোজ্জ্বল।
ছবির ক্যাপশনে ওলিজা লিখেছেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ ওলিজার এই ছবির পোস্টের ঘরে শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী রুমানা মীর, নির্মাতা ছটকু আহমেদসহ অনেকে।
গত বছর জুনে মেয়ের বিয়ে দিয়েছেন ডিপজল। ওলিজার স্বামী পেশায় ব্যবসায়ী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় তাদের।
বাবার দেখানো পথেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ওলিজা। বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকআপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই চলচ্চিত্র নির্মাণে হাত