• ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুর উপজেলা শুক্তাগড় ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুল এর তান্ডবে লন্ডভন্ড অসহায় সাইদুল,র বসতবাড়ি

report71
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৯, ০৬:২১ পূর্বাহ্ণ
রাজাপুর উপজেলা শুক্তাগড় ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুল এর তান্ডবে লন্ডভন্ড অসহায় সাইদুল,র বসতবাড়ি

রাজাপুর প্রতিনিধি শ্রাবণ শাওনঃ
ঝালকাঠীর রাজাপুরে ২ নং শুক্তাগড় ইউনিয়নের, শুক্তাগড় গ্রামের অসহায় দিনমজুর মোঃ সাইদুল ফকির এর বসতবড়ি লন্ডভন্ড ঘূর্ণিঝড় বুলবুল এর তান্ডবে। ছোটবেলা বাবা কে হারিয়ে পরিবার পরিচালনার দায়িত্ব এসে পড়ে মোঃ সাইদুল ফকির এর ঘাড়ে, সেই থেকে জীবন সংগ্রাম থেমে নেই দিনমজুর সাইদুল। প্রতিদিন পরিশ্রম এর অর্থ দিয়ে ভালো ই যাচ্ছিল দিন। তবে হঠাৎ ঘূর্ণিঝড় বুলবুল সব কিছু যেনো এলোমেলো করে দিলো, ঘূর্নিঝড়ে ঘরের উপর ৩ টা বড় বড় গাছ পরে সব কিছু চুরমার হয়ে গেছে, নিঃস্ব হয়ে এখন পথে বসার পালা। মোঃ সাইদুল ফকির ও তার পরিবার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে । নিজেদের ঘর মেরামত করার অর্থ তাদের কাছে নেই। তাই রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এর কাছে ঘর মেরামতের জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন।