১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

”বুলবুল” আক্রান্তদের পাশে ববি শিক্ষার্থীরা

আপডেট: নভেম্বর ১১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সানজিদা ইসলাম, ববি প্রতিনিধি
ঘুর্ণিঝড় বুলবুল পরবর্তী সহায়তা ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শতাধিক শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় নগরীর বিভিন্ন নদী পার্শ্ববর্তী এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে এ দায়িত্ব পালন করে তারা৷ রোববার দুপুর ১২ টা থেকে মধ্যরাত অবধি শহরের রূপাতলি, চানমারি, দূর্গাসাগর, বটতলাসহ বিভিন্ন স্থানে তাদের এ কার্যক্রম চলমান থাকে।

উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী হাফিজুর রহমান জানান, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংসদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা সহ অন্যান্য প্রায় শতাধিক সেচ্ছাসেবী বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাথে উদ্ধার কার্যক্রমে অংশ গ্রহণ করেন।এসময় বরিশালের নগরপিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বটতলা উদ্ধার কার্যক্রমে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। তিনি সেচ্ছাসেবক হিসেবে এ কাজে সহায়তা করার জন্য আমাদের ধন্যবাদ জানান।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, দূর্যোগ পরবর্তী উদ্ধার ও সহায়তা কাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আমি আনন্দিত ও গর্বিত। বিপদগ্রস্থ মানুষকে সহায়তা করার যে মানসিকতা তারা দেখিয়েছে সেটা অনন্য।

তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, ভবিষ্যতেও এই অঞ্চলের যেকোনো দূর্যোগের সময় আমার শিক্ষার্থীরা সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network