• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

report71
প্রকাশিত নভেম্বর ১২, ২০১৯, ১৭:৪৯ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সুজন মোলøার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাছ বাজার সংলগ্ন সড়কে হাটের দিন প্রকাশ্যে এ হামলার শিকার হন ছাত্রলীগ নেতা সুজন মোলøা। তিনি এ ঘটনায় কলাপাড়া থানায় একটি জিডি করেছেন। স্থানীয়রা তাৎÿণিক সন্ত্রাসীদের কবল থেকে সুজন মোলøাকে রÿা করেন। তার দাবি তাকে প্রাণনাশের জন্য এমন হামলা চালানো হয়। সবাইকে তিনি চিনতে পেরেছেন। এসময় একটি চায়নীজ কুড়াল উদ্ধার করা হয় বলেও সুজন মোলøা জানান। অস্ত্রটি কলাপাড়া থানায় জমা দিয়েছেন। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তিনি তাৎÿণিক ঘটনাস্থলে গিয়ে পৗছলেও সন্ত্রাসীরা পালিয়ে গেছে।