২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

রাজাপুরে বাবার খুনি ছেলে কে আটক করল জনতা

আপডেট: নভেম্বর ১২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

রাজাপুর প্রতিনিধি \

ঝালকাঠির রাজাপুরে বাবার হত্যাকারী ঘাতক ছেলেকে আটক করেছে স্থানীয়রা। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ির কাছে একটি দোকান থেকে তরিকুল ইসমাল হৃদয়কে (২০) স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে টাকা চাওয়া নিয়ে বাবা দেলোয়ার হোসেনের সাথে বাকবিতন্ডায় জড়ায় ছেলে হৃদয়। এ সময় হৃদয় বাবা দেলোয়ারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় দেলোয়ার। পরে রাত আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে মৃত্যু হয় দেলোয়ারের। এরপর থেকেই পলাকত ছিলো ঘাতক হৃদয়। গতকাল রাত ৯টার দিকে হৃদয় ছোট কৈবর্তখালী গ্রামের একটি দোকান থেকে স্থানীয়রা হৃদয়কে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে হৃদয়কে গ্রেপ্তার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ‘নিহত দেলোয়ারের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে হৃদয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network