৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি সাবেক কমিশনার সহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সড়ক সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের স্মারকলিপি অতিভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে হৃদরোগ ঝুঁকি কমাতে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ইউনিয়ন আ’লীগ সভাপতি গ্রেফতার রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াডে বিজয়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

আপডেট: নভেম্বর ১৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো
১১ তম জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক পর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ৫ শিক্ষার্থী পুরস্কার লাভ করেছেন। বুধবার দুপুর ১২ টায় বিজয়ী শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় গনিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ^াস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০১৯ তারিখ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ১১তম জাতীয় ¯œাতক গনিত অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রতিযোগীতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বরিশাল অঞ্চলের ¯œাতক পর্যায়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
প্রতিযোগীতায় বরিশাল বিশ^বিদ্যালয়ের গনিত বিভাগে ৫ জন শিক্ষার্র্থী যথাক্রমে ৪র্থ বর্ষের হাছনাইন আহমেদ ১ম স্থান, একই বর্ষের শশাঙ্ক বিশ^াস ৩য় স্থান, ৩য় বর্ষের প্রতিভা গুপ্ত ৫ম স্থান, একই বর্ষের মোঃ সাব্বির হোসেন ৭ম স্থান এবং ২য় বর্ষের নুর জাহাঙ্গীর মুন ৮ম স্থান অধিকার করেন।
প্রতিযোগীতায় বিজয়ীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবারের গনিত অলিম্পিয়াডে ১০টি পুরস্কারের মধ্যে বরিশাল বিশ^বিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থীরাই ৫টি পুরস্কার অর্জন করেন। ইতোপূর্বেও বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে বিশ^বিদ্যালয়ের জন্য সম্মান বয়ে নিয়ে আসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network