• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্য বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা

report71
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ণ
আর্য বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বরিশালে দু’টি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি বেকারির ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে নগরের পলাশপুর ব্রিজ এলাকায় পৃথক দু’টি বেকারিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এরমধ্যে পলাশপুর ব্রিজ এলাকায় আর্য ফুড প্রোডাক্টস নামে বেকারিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও হাওলাদার বেকারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাওলাদার বেকারির ম্যানেজার বশিরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, উভয় বেকারি নোংরা পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত উপায় বিহীনভাবে খাদ্যসামগ্রী তৈরি ও প্যাকেটজাত করছিল। যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আবার শ্রমিকরা যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরি করছিল না। এসব কারণে জেল-জরিমানার পাশাপাশি উভয় বেকারিকে ভবিষ্যতে যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরির ব্যাপারে সতর্ক করা হয়।