• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলাপিতে যা দেখাবেন নুহাশ হুমায়ূন

report71
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৯, ০৮:৩৬ পূর্বাহ্ণ
গোলাপিতে যা দেখাবেন নুহাশ হুমায়ূন

মিউজিক ভিডিও ‘গোলাপি’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ছেলে ও নির্মাতা নুহাশ হুমায়ূন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফারুক ভাই প্রজেক্ট’ নামে পরিচিত কানাডায় বসবাসরত বাংলাদেশি পপশিল্পী ঈসা ফারুক গানটি গেয়েছেন।

মিউজিক ভিডিও ‘গোলাপি’ গানটিতে তুলে ধরা হয়েছে ‘৯০-এর দশকে বেড়ে ওঠা প্রজন্মের অনেক স্মৃতি। এতে থাকছে উইন্ডোজ ৯৮, পুরনো ভিডিও গেম, ফ্লিপ মোবাইল ফোনসহ এমন অনেক কিছু।

গানটি প্রযোজনা করেছেন নবী মাহমুদ এবং সহযোগিতায় ছিলেন ফাইরুজ নাজিফা।

প্রযোজক নবী মাহমুদ জানান, গানটি নতুন প্রজন্মের কাছেও বিনোদনের খোরাক হবে। আর এটি শিগগিরই শ্রোতারা উপভোগ করতে পারবেন স্পটিফাই, ইউটিউব (দেখো টিভি) ও সাউন্ড ক্লাউডের মাধ্যমে