২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

বানারীপাড়ায় ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় পৌর ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে মামলা

আপডেট: নভেম্বর ১৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো
বরিশালের বানারীপাড়া পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজল চৌধুরীর বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিজয় ঘরামী বাদী হয়েছে আদালতে নালিশী মামলা দায়ের করেছে। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় সজল চৌধুরী ছাড়াও আরো নাম উল্লেখ ২ জন ও অজ্ঞাত ৫ জনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি বানারীপাড়া ছাত্রলীগের আতিক বাপ্পিকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে বাপ্পিকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আতিক বাপ্পিকে সমর্থন করার অপরাধে গত ৬ নভেম্বর রাতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের একটি অনুষ্ঠান থেকে বিজয় ঘরামী ধরে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে ছাত্রলীগ নেতা সজল চৌধুর। এসময় তাকে আতিক বাপ্পির মধ্যে পঙ্গু করে দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। এ ঘটনায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার জানান, ‘আমার বিশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতার উপর হামলা চালানোয় জেলা ছাত্রলীগ সভাপতি/সম্পাদক বরাবর বিজয় ঘরামীর মাধ্যমে অভিযোগ দেয়া হয়েছে। এর আগেও আতিক বাপ্পি নামে আরো একজনকে গুরুতর জখম করেছে সজল চৌধুরী। এ সব বিষয়ে জেলা নেতৃবৃন্দ যে সাংগঠনিক ব্যবস্থা নেবে সেটাই বাস্তবায়ন করা হবে। নতুবা সংগঠনের ইমেজ নস্ট হচ্ছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network