নিজস্ব প্রতিবেদকঃ
ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন’র মধ্যকার ৪দিনের খেলা প্রথম দিনে স্বাগতিক বরিশাল বিভাগের সংগ্রহ ৬ উইকেট হাড়িয়ে ৩৩৮ রান।
বরিশালে পÿে সর্বোচ্চ রান করেছেন ফজলে আহম্মেদ রাব্বি ১৪১ রান। ১৬৮ বলে ৮টি ছয় ও ১০টি চারের সাহায্যে তিনি এই রান সংগ্রহ করে ঢাকা মেট্রোপলিটন’র বলার আল আমিনের শিকার হন।
এছাড়া বরিশাল বিভাগের ওপেনার শাহরিয়ার নাফিস করেন ৪৪ রান। পাশাপাশি ৬৯ রান নিয়ে সালমান হোসেন ও ৩৮ রান করে অপরাজিত রয়েছেন মঈন খান।
প্রতিপÿ ঢাকা মেট্রোপলিটন’র বলার তাসকিন আহম্মেদ ও আসিফ হোসেন ২টি করে উইকেট পান। এছাড়া ১টি করে উইকেট পেছেন আল আমিন ও আরাফাত সানি।
এর আগে সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিক বরিশাল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।