রিপোর্ট ৭১ \
বিদ্যুৎ আতংকে বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের লাকুটিয়া সড়কের উত্তরা কলোনীর ১৫০০ বাসিন্দা। বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোন সুরাহা মেলেনী। লাকুটিয়া সড়ক হয়ে বিসিক’র ১১০০ ভোল্ট’র বিদ্যুৎ লাইনটি ‘উত্তরা কলোনী’ আবাসিক এলাকার উপর দিয়ে চলে গেছে। উক্ত লাইনের ‘উত্তরা কলোনী’তে স্থাপিত খুটিটি ঝুঁকিপূর্ণ। কোন প্রকার সাপোর্ট না থাকায় খুটিটি যেকোন মুহুর্তে বড় ধরনের বিপদের কারণ হতে পারে।
ঝুঁকিপূর্ণ খুটিটি পরিবর্তন চেয়ে ২০১৮ সালের জুন মাসে বরিশাল আমানতগঞ্জ ওজোপাডিকো লি: এর নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন ‘উত্তরা কলোনীর’ বাসীন্দারা। আবেদনের প্রেÿিতে আমানতগঞ্জ অফিস আর নতুন বাজার বিদ্যুৎ অফিস ঘুরতে ঘুরতে হয়রানী হলেও ঝুঁকিপূর্ণ খুটি হতে পরিত্রাণ পায়নি উত্তরা কলোনীবাসী। এব্যাপারে ২৯নং ওয়ার্ড কাউন্সিলরের স্মরণাপন্ন হলেও মিলছেনা কোন সমাধান। নিরুপায় কলোনীবাসী আলøাহর উপর ভরসা করে জীবন যাপন করছে বলে জানান ভুক্তভোগীরা।
কলোনীবাসী আরো জানায়, গত বছরের ‘ফণী’ এবছরের “বুলবুল’র আগমীন বার্তা পেয়ে আমরা আতংকিত হয়ে পড়ি। বিদ্যুৎ অফিসের একাধীক নাম্বারে বারবার যোগাযোগ করা হলে আমানতগঞ্জ থেকে বলে নতুন বাজার অফিসে যোগাযোগ করতে হবে। অপরদিকে নতুন বাজার অফিসে যোগাযোগ করা হলে বলে যা করার আমানতগঞ্জ অফিস করবে।