আপডেট: নভেম্বর ১৭, ২০১৯
বিপিএল এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে রয়েছেন দেশের ১৮১ জন ক্রিকেটার। আজ সন্ধ্যায় অনুষ্ঠিতব্য নিলামে তাদের বিকিকিনি হবে।
দেশি খেলোয়াড়দের এবার ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তাদের ক্যাটাগরি অনুসারে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।
‘এ+’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন- মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিষেধাজ্ঞার কারণে বিপিএল নিলামে নেই দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ‘এ+’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন -মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক এবং মোহাম্মদ মিঠুন। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন- শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, আল আমিন, আবু হায়দার রনিসহ ২৪জন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন-মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালি, আরাফাত সানি, নাইম শেখ, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, সাদমান ইসলামসহ ৪১ জন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ১২ লাখ টাকা