২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল : নারী সেরেস্তাদার বরখাস্ত

আপডেট: নভেম্বর ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক \ অযাচিত ভাবে বিচার প্রার্থীর কাছে টাকা চাওয়ায় আদালতের সহকারী সেরে¯Íাদার নারীকে সাময়িক বরখা¯Í করা হয়েছে। হয়েছে। ওই সহকারী সেরে¯Íাদার হলো-রেখা রানী দাস। সে দ্রæত বিচার ট্রাইব্যুনালের সহকারী সেরে¯Íাদার ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে। গত ১১ নভেম্বর মুঃ মনিরুজ্জামান মুনির নামের বিচারপ্রার্থী মামলা সংশিøষ্ট ডকুমেন্ট আনতে যায় দ্রæত বিচার ট্রাইব্যুনালের সহকারী সেরে¯Íাদার রেখা রানী দাসের কাছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সার্চিং ও নকল নেয়ার জন্য টাকা দাবী করেন রেখা রানী। ৬ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় মনিরের সাথে। এই অবস্থা চলাকালে অপর মহুরীর কাছ থেকে কোনো একটি কাজের জন্য টাকা নেন তিনি। বিষয়টি পরে ১৪ নভেম্বর নিজের ফেইসবুক আইডি থেকে আপলোড করলে সেটি ভাইরাল হয়। বিষয়টি অনৈতিক বলে দাবী করেছেন বিচারপ্রার্থী মুনির। তবে অভিযোগ সঠিক নয় বলে দাবী করেছেন রেখা রানী। ২০১৮ সালের ২৭ মার্চ জনৈক ইব্রাহীম ঐ মুনিরের বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা করেন। সেই মামলায় গত ৬ নভেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান মুনির। তারই আদেশের কপি আনতে গেলে ঘটে এই ঘটনা।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network