আপডেট: নভেম্বর ১৮, ২০১৯
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ’র মাতা এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা এবং শোক সম্ভপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।
এক বিবৃত্তিতে সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, শব্দাবলী সভাপতি সৈয়দ দুলাল, সম্পাদক ফারুক হোসেন, খেয়ালী সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, গণশিল্পী সংস্থার সভাপতি শান্তি দাস, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, বরিশাল নাটক সম্পাদক পার্থ সারর্থী, খেলাঘর সভাপতি জীবন কৃষ্ণ দে, সম্পাদক তৌসিক আহম্মেদ রাহাত, উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, সম্পাদক স্নেহাংশু বিশ্বাস,
বরিশাল থিয়েটার সভাপতি শুভংকর চক্রবর্তী, সম্পাদক আল আমিন উজ্জল, নাট্যম সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, সম্পাদক বাসুদেব ঘোষ, পঞ্চসিঁড়ি সম্পাদক মিজানুর রহমান, ব্রজমোহন থিয়েটার সভাপতি প্রদীপ হালদার, সম্পাদক রাজিব ব্যাপারী, তানসেন সভাপতি প্রিয়লাল দাস, সম্পাদক সুপন ঘোষ, স্বর্ণালী সম্পাদক আহসান হাবিব দুলাল, উত্তরণ সভাপতি জুবায়ের হোসেন শাহেদ, সম্পাদক শাকিল আহম্মেদ, চারুকলা বরিশাল সভাপতি আলতাফ হোসেন, সম্পাদক অসিম বনিক, প্রান্তিক সভাপতি আক্কাস হোসেন, সম্পাদক এ্যাড. দেবাষীস দাস, প্রজন্ম নাট্যকেন্দ্র সংগঠক সুরঞ্জিত দত্ত লিটু, অর্নিবাণ সম্পাদক অলিউল ইসলাম লোটাস, বরিশাল শিল্পমঞ্চ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, সম্পাদক কিশোর বালা, আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় সম্পাদক মোস্তফা কামাল উদ্দিন, অক্ষর সাহিত্য সভাপতি সুজয় সেনগুপ্ত, সম্পাদক অপূর্ব অপু, জাতীয় কবিতা পরিষদ বরিশাল সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, সুরলহরী সম্পাদক এম এ জলিল, কীর্তনখোলা থিয়েটার সম্পাদক সুদর্শণ বিশ্বাস টুটুল, নজরুল সাংস্কৃতিক জোট সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান বরিশাল বিভাগ, আপন সংগীত সংগঠন সভাপতি বাবুল হাওলাদার আজিজ, বিভাগীয় লোক বাউল পরিষদ সম্পাদক তুহিন মোল্লা, সপ্তসুর সম্পাদক আব্দুল হক, সুরঝংকার সম্পাদক সুভ্রা সাহা, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সম্পাদক বিনয় ভূষন মন্ডল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।