• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির টিএসসি পরিদর্শন

report71
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯, ১৮:৩৭ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়  ভিসির টিএসসি পরিদর্শন

সানজিদা ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) পরিদর্শন করেছেন নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় তিনি টিএসসিতে অবস্থিত বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের অফিস, ইনডোর গেমস সামগ্রী ও ক্যাফেটেরিয়ার খোঁজ খবর নেন । তিনি এসময় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত টিএসসির ছাদ সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন। ক্যাফেটেরিয়া পরিদর্শনকালে খাবারের মান বৃদ্ধির ব্যাপারেও নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার বিশেষ পরিকল্পনা আছে। সশরীরে এসে টিএসসির বিভিন্ন ব্যাপারে আমি অবগত হলাম। সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে কিভাবে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটিকে আরো বেশি কার্যকর করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

প্রশাসনিক সর্বোচ্চ ব্যাক্তির এই পরিদর্শনের ব্যাপারে টিএসসি পরিচালক ড. মোঃ খোরশেদ আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ এই টিএসসি। এটাকে কিভাবে আরো বেশি কার্যকর করা যায় সে ব্যাপারে ভিসি স্যার নিজ উদ্যোগে অবগত হয়েছেন। তার যেকোনো সিদ্ধান্তে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।