বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াত সাদিক আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর নগর ভবনে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মেয়র সেরনিয়াত সাদিক আবদুল্লাহ’র দীর্ঘায়ূ, শারীরিক সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠিত বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন। এসময় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন, প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।