প্রেমের সম্পর্কে জড়ানোর কথা জানালেন বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেন, আমি প্রেম করছি। তার বাড়ি বাংলাদেশে, তবে মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ নন।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। সঙ্গে ছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
প্রসঙ্গত, এই দুই তারকার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রবিবার’ মুক্তি পেতে যাচ্ছেন ২৭ ডিসেম্বর। আপকামিং সেই সিনেমার বিষয় ছাড়াও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেন তারা।
দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে জয়াকে জিজ্ঞেসা করা হয়, ‘এক তারকা থেকে জানা গেছে আপনি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করতে যাচ্ছেন?’ উত্তরে অবাক হয়ে জয়া বলেন, ‘ওহ! আমাকে নিয়ে এসব কথা কে বলছেন?’
পরক্ষণে সাংবাদিক বলেন, ‘আপনি কি তাহলে এটিকে আরেকটি গুজব বলে উড়িয়ে দিচ্ছেন?’ এ সময় প্রেমের কথা স্বীকার করে জয়া আহসান বলেন, ‘না। আমি প্রেম করছি। সে বাংলাদেশের, তবে মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ নন।