ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে এই প্রথম বারের মত বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ইতালি শাখার কমিটি গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী,আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায়,প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী,কর্নেল(অবঃ) ফারুক খান ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান সজলের দিকনির্দেশনায় বহিঃবিশ্বে কমিটি গঠন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রোমে নতুন কমিটি গঠন করা হয়। রোমের স্বদেশ বাংলা রেষ্টুরেন্টে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ মমিন উদ্দিন ঢালী(মামুন)। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য,ঢাকা বিশ্ব বিদ্যালয় বঙ্গবন্ধু ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলী আজম। পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা রনী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের নেতা মাইন উদ্দিন লিটন,মুরাদ খান,ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ হোসেন,আসাফোর সদস্য ফারুক ঠাকুর,সন্তোস কুমার,তাহমিনা আজাদ,মোঃ আনিস। দ্বিতীয় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে আলী আজম কে সভাপতি এবং রনী আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন প্রধান অতিথি মমিন উদ্দিন ঢালী। এসময় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম বীগত দিনের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি তিনি বেচেঁ থাকলে বাংলার মানুষ ভাল থাকবে,বাস্তবায়ন হবে ভিশন ২০৪১।