আপডেট: নভেম্বর ২১, ২০১৯
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুকে আটক করেছে র্যাব।
নিপুর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বুধবার সন্ধ্যার পর নগরীর বালুচর এলাকার রমিজ উদ্দিন বাবুলের বাসা থেকে নিপুকে আটক করা হয়েছে। বাবুল টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
র্যাব অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিপুর বড়ভাই শাহ আব্দুল ওয়াদুদ দুলু জানান, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার বাসা থেকে আমার ভাই নিপুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন।