২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

দুর্গাসাগর দীঘিতে নিখোঁজ ইউনিভার্সিটি ছাত্র হৃদয়ের মৃতদেহ আট ঘণ্টা পর উদ্ধার

আপডেট: নভেম্বর ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ আহসানউল্লাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ওমর ফারুক হৃদয়ের মৃতদেহ আট ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্র দুর্গাসাগর দিঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তিনি।

ওমর ফারুক বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা পুলিশ সদস্য মো. শাহ আলমের ছেলে।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে ২০০ টাকা বাজি ধরে বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘি পাড় হতে গিয়ে নিখোঁজ হয়েছেন ওমর ফারুক।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় তার বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে দুর্গাসাগর দিঘিতে বেড়াতে যায়।

এসময় হৃদয় বন্ধুদের সঙ্গে ২০০ টাকার বিনিময়ে সাঁতরে দিঘির মাঝখানে দ্বীপে যাওয়ার বাজি ধরেন।

পরে তিনি প্যান্ট-শার্ট খুলে লুঙ্গি পড়ে দক্ষিণ পাড় থেকে দ্বীপে যাওয়ার সাঁতার কাটা শুরু করেন। অর্ধেক পথ যাওয়ার পর হৃদয় হাত উচিয়ে কিছু একটা বলার কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যায়। এরপর আর তাকে দেখা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network